অবৈধ ইউনুস সরকারের ছত্রছায়ায় জঙ্গি উত্থান ও আঞ্চলিক নিরাপত্তা হুমকি
✍️ ইঞ্জি. শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাকশন কাউন্টার টেররিজম সার্টিফাইড প্রফেশনাল,
যুক্তরাজ্য)
অবৈধ দখল ও জঙ্গিদের উত্থান
৫ আগস্ট ২০২৪-এ শেখ হাসিনার পতনের পর থেকে হিজবুত তাহরীর, জামায়াত-ই-ইসলামী, হেফাজতে
ইসলামসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। ‘তাওহিদি জনতা’র ব্যানারে এক
ধরনের জনতার সন্ত্রাস কায়েম হয়েছে।
ভূরাজনীতিতে নতুন অশনি সংকেত
তুরস্ক ও পাকিস্তানের আইএসআই-এর সহায়তায় জঙ্গি নেটওয়ার্ক গড়ে উঠছে।
৫০,০০০ প্রশিক্ষিত বিহারি বাংলাদেশে অনুপ্রবেশ করে পুলিশ স্টেশন ও অস্ত্রাগারে হামলা
চালিয়েছে।
আধুনিক অস্ত্র ও ড্রোন কেনার আড়ালে সন্ত্রাসী চুক্তির অভিযোগ উঠছে।
নিষিদ্ধ গোষ্ঠীর উত্থান
২০২৪ সালে হিন্দু সম্প্রদায়ের ওপর ২,২০০ হামলার রেকর্ড।
মামুনুল হক (হেফাজত) ও জসীমউদ্দিন রহমানী (আনসারুল্লাহ বাংলা টিম) কারামুক্ত।
৭ মার্চ ২০২৫-এ হিজবুত তাহরীরের ‘খিলাফত মিছিল’ ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।
জামায়াত-ই-ইসলামী: সন্ত্রাসী অতীত ও বর্তমান
মাইকেল রুবিন (ওয়াশিংটন এক্সামিনার) বলছেন—“জামায়াত-ই-ইসলামীকে এখনই বিদেশি সন্ত্রাসী
সংগঠন ঘোষণা করা উচিত।”
১৯৭১ সালের গণহত্যায় প্রত্যক্ষ ভূমিকা রাখা জামায়াত আজ আবার নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।
তুরস্কের ‘নব্য অটোমানবাদ’ ও বাংলাদেশ
এরদোগান ইসলামি বিশ্বে প্রভাব বাড়াচ্ছেন।
২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত।
বাংলাদেশ এখন তুর্কি অস্ত্রের চতুর্থ বৃহত্তম বাজার।
রোহিঙ্গা ক্যাম্পে জিহাদি প্রস্তুতি
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অন্তত চারটি সংগঠন (এআরএসএ, আরএসও, ইসলামিক মহাজ, এআরএ)
সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। নিয়মিত বৈঠক চলছে ‘জিহাদ’ ও ‘যুদ্ধ’ পরিকল্পনা নিয়ে।
পাকিস্তানি সেনাদের সন্দেহজনক মিশন
ঢাকায় অবতরণের পর তিন পাকিস্তানি সেনা কর্মকর্তা কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে যান। নতুন
ইস্যুকৃত পাসপোর্ট দেখে বিশেষজ্ঞদের মতে এটি “গোপন মিশন” ছাড়া কিছু নয়।
looming সংকট: দেশের অস্তিত্ব কি হুমকির মুখে?
অস্ত্রচুক্তি, জঙ্গি উত্থান, সংখ্যালঘুদের ওপর হামলা, পাকিস্তান-তুরস্কের হস্তক্ষেপ—সব মিলিয়ে
বাংলাদেশ কি পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ার পরবর্তী ‘রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র’?
চিন্তার কারণ যথেষ্ট।
✍️ ইঞ্জি. শফিক ইসলাম
রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাকশন কাউন্টার টেররিজম সার্টিফাইড প্রফেশনাল, যুক্তরাজ্য
সূত্র: বিজনেস নিউজওয়্যার