উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন নাহরিন মৌ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন। দেশে তিনি অন্যরকম ব্যস্ত সময় কাটাচ্ছেন—কখনো সহশিল্পীদের বাসায় নিমন্ত্রণ খেতে যাচ্ছেন, কখনো স্কুলের বন্ধুদের বাসায় যাচ্ছেন, আবার কখনো আত্মীয়দের সঙ্গে দেখা করছেন।

দীর্ঘদিন পর কাছের মানুষদের সঙ্গে দেখা করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত নওশীন। বলেন, ‘এখন মনে হচ্ছে আরও বেশি ছুটি নিয়ে আসলে ভালো হতো। কিন্তু, ওখানেও তো কাজ আছে।’

তিনি বলেন, ‘ঢাকায় আসার পর দাওয়াতের ওপরই আছি। সহশিল্পীরা আমাকে খুব ভালোবাসেন। তারা আমাকে মনে রেখেছেন।’

নওশীন নাহরিন মৌ। ছবি: সংগৃহীত

‘ইতোমধ্যে দীপা খন্দকার আপার বাসায় নিমন্ত্রণ খেতে হয়েছে। আরও বেশ কয়েকজন সহশিল্পীরা সেখানে এসেছিলেন। দারুণ সময় কাটিয়েছি,’ যোগ করেন তিনি।

নওশীন বলেন, ‘সংগীতশিল্পী বাপ্পা মজুমদার দাদা ও অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের বাসায় দাওয়াত খেয়েছি। সেখানেও অনেক আড্ডা হয়েছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে। অভিনয়শিল্পী জেনির বাসায়ও দাওয়াত ছিল।’

স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে আড্ডার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরাই তো সত্যিকারের বন্ধু। ওদের কথা ভুলে থাকা অসম্ভব। আড়াই বছর পর দেশে এসে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া মানে খুব মজা করা।’

৪ মাসের ছুটিতে দেশে এসেছেন নওশীন। আমেরিকায় ফিরে যাবেন এ মাসেই। তবে, যাওয়ার আগে নানা ও দাদার বাড়িতে যাবেন। তার নানার বাড়ি খুলনা ও দাদার বাড়ি যশোরে।

এবারের ছুটিতে এসে একাধিক টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়েছেন নওশীন। তবে, নাটক কিংবা উপস্থাপনা করা হয়নি।

সহশিল্পীদের সঙ্গে আড্ডায় সময় কাটছে নওশীনের। ছবি: সংগৃহীত

নওশীন বলেন, ‘উপস্থাপনার জন্য বললে হয়তো করা হতো। কিন্তু, নাটকের জন্য প্রস্তুতির দরকার। সেভাবে কাউকে বলেও আসিনি। মূলত ছুটি কাটাতে এবং প্রিয়জনদের সঙ্গে দেখা করতেই এসেছি। তারপরও টেলিভিশন থেকে অতিথি হিসেবে যাওয়ার প্রস্তাব এসেছে, তাই গিয়েছি।’

‘দেশের জন্য মন টানে। সেজন্যই ছুটে এসেছি,’ সবশেষ বলেন তিনি।

Share.
Leave A Reply

Translate »
Exit mobile version